

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে পটিয়ায় আওয়ামীলীগ অঙ্গসংগঠনসহ বিভিন্ন প্রতিষ্টান এই দিনটি যথাথ মর্যাদায় পালন করেছে। পটিয়া উপজেলা চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা। পটিয়া পৌরসভা: পটিয়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো: আইয়ুব বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরসভা প্যানেল মেয়র ইঞ্জিনিয়ার রুপক কুমার সেন, প্যানেল মেয়র বুলবুল আকতার, কাউন্সিলর শফিউল আলম, শেখ সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম, নিবার্হী প্রকৌশলী পরাক্রম চাকমা, পৌর সচিব মো. নেজামুল হক, প্রকৌশলী খন্দকার মিজানুর রহমান, মো: শাহজাহান সহ পৌরসভা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। পরে নেতৃবৃন্দরা বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মেয়র আইয়ুব বাবুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণেই মূলত স্বাধীনতা ঘোষনা ছিল। ৭৫’র পর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসে ৭ই মার্চের ভাষণসহ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে’র সঠিক ইতিহাস মুছে ফেলে বিকৃত ইতিহাস তৈরী করে। নতুন প্রজম্মে’র কাছে স্বাধীনতা সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।