

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :
যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ৩৫বোতল ফেনসিডিলসহ শাহীন আলী (৩৩) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের কওসার আলীর ছেলে।জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় দিক-নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল জুয়েল ইমরান ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত’র সার্বিক তত্ত্বাবধানে এস.আই(নিঃ) আমির হোসাইন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালীন বৃহস্পতিবার সকাল ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের বাজারস্থ নিরব স্নাক্সের বিপরীত পাশে পাঁকা রাস্তার উপর অবস্থান করে চেকপোষ্ট পরিচালনা করার সময় বেনাপোল হইতে যশোর অভিমুখি সোহাগ পরিবহনের রেজি নং-ঢাকা মেট্রো-ব-১৪-৭৭৩৫ বাসকে সিগন্যাল দিয়ে রাস্তার পার্শ্বে থামিয়ে তল্লাশি করে ৩৫বোতল ফেনসিডিলসহ আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪ (খ) ধারায় মামলা হয়েছে। মামলা নং-০৮, তাং-১০/০৩/২০২২ খ্রিঃ। উক্ত আসামীকে দুপুরের দিকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।