

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুরে চাঁদনী নাট্য সংঘের উদ্যোগে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মঞ্চায়িত হলো ঐতিহাসিক নাটক গরীবের মেয়ে। ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার রাত ১০ টায় রাজেন্দ্রপুর বনানী প্রগতি সংঘের মাঠে মঞ্চায়িত হলো চাঁদনী নাট্য সপ্তম অবদান গরীবের মেয়ে। নাটকটি রচনা করেন শ্রী হীরেন্দ্র কৃষ্ণ দাস এবং পরিচালনা করেন নুরুল ইসলাম। চাঁদনী নাট্য সংঘের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও চাঁদনী নাট্য সংঘের উপদেষ্টা জজ মিয়া শেখের সঞ্চালনায় চাঁদনী নাট্য সংঘের প্রধান উপদেষ্টা আবু সাঈদ কামালের প্রস্তাবে নাটকটির শুভ উদ্ভোধন করেন নিশ্চিন্তপুর গ্রাম আওয়ামীলীগের সভাপতি গিয়াসউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদনী নাট্য সংঘের প্রধান উপদেষ্টা আবু সাঈদ কামাল, গাজীপুর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার উজ্জামান, শ্রীপুর উপজেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক সুলতান উদ্দিন, রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ফরাজি, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন খান ও সানাউল্লাহ সিকদার, তথ্য ও গবেষণা সম্পাদক বাবর আলী, গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদস্য শহিদুল্ল্যাহ সরদার, রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান জুয়েল, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মনিরা পারভীন ৭ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী শেখ ,ছাত্রলীগ নেতা আশিকুর রহমান শেখ প্রমুখ সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ এলাকার জনগণ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, আলিমউদ্দিন, শাহ্ পরান, মমিন উদ্দিন শেখ, ছাত্তার, কাইয়ুম ইসলাম, রহমত আলী, রেজাউল করিম, এস.এম সানু, মামুন, দুখু মিয়া, মকবুল হোসেন, রহমান, কাদির মিয়া, সুমি, দিপ্তী, রক্সি, নিলা ও প্রিয়াংকা।