

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে জমিজমা নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে আবু কালাম চৌকিদার (৬০) নামের এক ব্যক্তিকে মারধর করে দুটি দাঁত ও কামড়ে কান কেঁটে ফেলেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় তার স্ত্রী শাহানা বেগমকেও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। আজ শুক্রবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পাওয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, প্রতিদিনের মতো আবু কালাম চৌকিদার নিজ জমিতে রোপনকৃত বোরো ধানের পরিচর্যা ও ঔষধ দিতে যায়। এ সময় জমিজমা নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিবেশী রাসেল, গনি ও আলমগীরসহ ৭ থেকে ৮ জন সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে পিছন থেকে তার উপড় অতর্কিত হামলা করে ও মারধর করেন। এতে আবু কালামের মুখের ২ টা দাঁত পড়ে যায় এবং কামড়ে কান কেঁটে ফেলে।
এসময় আবু কালামের ডাক চিৎকারে তার স্ত্রী শাহানা বেগম এসে বাঁধা দিলে তাকেও মারধর করে আহত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহত আবু কালাম চৌকিদার ও তার স্ত্রী শাহানা বেগমকে উদ্ধার করে তালতলীতে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
আহত আবু কালামের ছেলে আরিফ মুঠোফোনে বলেন, আমাদের প্রতিবেশী রাসেলের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে আমার বাবাকে মারধর করে দুটি দাঁত ও কামড়ে কান কেঁটে ফেলেছে রাসেলের সন্ত্রাসী বাহিনী। একইসাথে আমার মাকেও পিটিয়ে আহত করেছে।
এ বিষয়ে অভিযুক্ত রাসেলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের জন্য তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, এ বিষয়ে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।