কবিতা-প্রেয়সী আমার


মিজানুর রহমান মিজান:
ওভাবে অপলক দৃষ্টিতে তাকিওনা
আমি নিজেকে ধরে রাখতে পারিনা,
ইচ্ছে করে আমার ভালবাসায়
তোমাকে করি দিশেহারা,
আমি যে তোমার প্রেমে পাগলপারা।
তোমারি হাত আমারি হাতে
ঐ মায়াবী চোখ আমার চোখে
তোমার রাঙা ঠোঁট
লজ্জায় লাল হওয়া কপোলে
আমার সব ভালবাসার বহিঃপ্রকাশl
কখনও ছেড়ে যেওনা
কভু দূরে যেওনা
চিরদিন থেকো আমার পাশে
করনা কোনদিন আমার ভালাবাসাকে উপহাস।
তোমার খোঁপায় লাল গোলাপ
কোন সুগন্ধ নেই আজ তাতে,
গোলাপের চেয়ে মিষ্টি সুঘ্রান
পাগল করে আমারি প্রান,
সে তোমারি দীঘল কালো চুল
আমি বলিনা একটুও ভুল।
যখনি খোলা চুলে
আস আমার পাশে
কি অপূর্ব সুবাস ছড়িয়ে পড়ে
মৌ মৌ করে আমার চারপাশ।
প্রেয়সী আমার থাকনা আজ
হৃদয় জুড়ে
মধুর আলিঙ্গনে রাঙাও না আমারে
সাত রঙের রঙধনুতে
হেসে থাকুক আমার মনের আকাশ। নিউইয়র্ক -যুক্তরাষ্ট্র ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category