

এমরান হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মান্দারী বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে।
নির্বাচনে ১০৯৩ জন ভোটারের মধ্য ৮৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে মান্দারী বাজার বনিক সমিতির নির্বাচন ২০২২ ইং।
ভোট গণনা শেষে
সভাপতি পদে সাম্ছুদ্দিন সাজু – ৫১৮ ভোটে,
সহ-সভাপতি পদে হুমায়ূন কবীর পাটওয়ারী -৫০৫ভোটে
সাধারণ সম্পাদক পদে,আলতাফ মাহমুদ ৫০০ভোটে, সহ-সাধারন সম্পাদক পদে কামাল হোসেন-৪৬১,ভোটে, কোষাধ্যক্ষ পদে হারুনুর রশিদ -৪৭৫ভোটে, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহমান বাবুল ৪৩৯ ভোটে
দপ্তর সম্পাদক পদে কামরুল হাসান চঞ্চল,
সমাজকল্যাণ সম্পাদক আবু ছায়েদ রাসেল, আন্তর্জাতিক সম্পাদক পদে মোঃইসমাইল খাঁন সুজন, এবং
নির্বাহী সদস্য পদে রাজু আহম্মদ, ও
পিয়াস নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।