আজ পটিয়া আমিরুজ্জমান শাহ (ক) মহান খোজরোজ শরীফ


সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
(১৪ মাচ)সোমবার পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে এর আধ্যাত্মিক শরাফতের প্রতিষ্ঠাতা প্রবর্তক হযরত শাহসূফি সৈয়দ আমিরুজ্জমান শাহ (ক) এর ১৭৭তম মহান খোজরোজ শরীফ মহাসমারোহে দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উক্ত খোজরোজ শরীফে দিন ব্যাপি নানান কর্মসূচি মধ্যে রয়েছে খতমে কোরআন, সেমা ও মিলাদ মাহফিল, জিকির মাহফিল ও আখেরী মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হবে। এতে জাতিবর্ণ নিবিশেষে আশেক ভক্তবৃন্দের উপস্থিত কামনা করেছেন পটিয়া আমিরুজ্জমান শাহ (ক)মহান খোজরোজ শরীফ উদযাপন পরিষদ। বিষটি নিশ্চিত করে দৈনিক জনতা’কে ৮ ওয়ার্ড কাউন্সিল শেখ সাইফুল ইসলাম।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category