

মোঃ আল-মুকিদ (মাহি)স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলা পরিষদের বাস্তবায়নে সৌন্দর্য বর্ধন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ।
১৪ই মার্চ সোমবার রামরাই দিঘীর পুকুরপাড়ে দুপুরে ইউএনও জনাব মোঃ সোহেল সুলতান জূলকার নাইন কবির স্টিভ এর সভাপতিত্বে রামরাই দিঘীর সৌন্দর্য পূর্ণ কাজের শুভ উদ্বোধন হয়।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রানিশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা, সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, মহিলা ভাইস- চেয়ারম্যান মোছাঃ শেফালী বেগম,বরেন্দ্র অফিসার তিতুমীর রহমান, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, রানিশংকৈল পৌর-আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মহাদেব বসাক, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও জমিরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা হবিবুর রহমান,প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন ও রুহুল আমিন,রানীশংকৈল প্রেসক্লাব আহব্বায়ক কুশমত আলী ও সভাপতি ফারুক আহমেদ, এছাড়াও সহকারি উপজেলা শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম ও জাহিদ হাসান,পি আই ও সামিয়্যাল মার্ডি,খাদ্য সহকারি অফিসার নবাব আলী,প্রভাষক আলমগীর হোসেন সহ স্হানীয় সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক প্রসান্ত বসাক।
উক্ত অনু্ষ্ঠানে বক্তারা বলেন, এই দিঘি অনেক দিন ধরে অযত্নে অবহেলায় পরে ছিল বর্তমানে যে কাজ হয়েছে অনেক দর্শনার্থীদের ভীড় জমাবে আশা করা যায়। বিভিন্ন স্কুলের ছাত্র ছাএীরা পিকনিক স্পট হিসেবে ব্যবহার করতে পারবে।