

শরিফ মিয়া জামালপুর,,
জামাল’পুরের ইসলামপু’র পৌর শহ’রের গাঁওকুড়া কাচারী’পাড়া এলাকা থেকে চায়’না রিভল’বার ও ৬ রাউন্ড গুলিসহ দুলা’ল হোসে’ন (৩৫) নামের এক সন্ত্রাসী’কে গ্রেফতার করে’ছে ইসলামপু’র থানা পুলি’শ।
সোম’বার (১৪ মার্চ) সন্ধ্যা’য় গোপন সংবা’দের ভিত্তি’তে ওসি মাজি’দুর রহমান, ওসি (তদন্ত) কবি’র হোসে’নের নেতৃ’ত্বের এস’আই মাহমুদুল হক মোড়ল, এসআই আলীম ও এএসআই জুয়ে’লসহ ইসলামপুর থানা পুলি’শের একটি দল পৌর শহ’রের গাওকুড়া কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি চায়না রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী দুলাল হোসেন কে গ্রেফ’তার করে।গ্রেপ্তারকৃত দুলাল চিনাডুলী ইউ’নিয়নের কুতুবু’ল্লাহ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তার বর্তমান ঠিকানা ইসলা’মপুর পৌর এলাকার গাওকুড়া গ্রামে বলে জানা গেছে। ইসলামপুর সার্কেলের সিনি’য়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমন মিয়া জানান, গ্রেপ্তা’রকৃত দুলাল হোসে’নের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।