

নিজস্ব সংবাদদাতা:
সারা দেশের ন্যায় গাজীপুর জেলার শ্রীপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ১৪ মার্চ সোমবার সকাল দশটায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুল হক মিলন, অনুষ্ঠান উদ্ভোধন ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য সচিব কাজী সায়েদুল আলম বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনজীর আহমেদ টিটু কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক , আলহাজ্ব মজিবর রহমান মেয়র সিনিয়র যুগ্ম আহবায়ক গাজীপুর জেলা বিএনপি, ওমর ফারুক শাফিন সহ- সভাপতি কেন্দ্রীয় কৃষক দল, আরও বক্তব্য রাখেন এডভোকেট কাজী খান আহবায়ক শ্রীপুর পৌর বিএনপি, কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, উপস্তিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহজাহান চঞ্চল।
দ্বিতীয় পর্বে শ্রীপুর পৌর বিএনপির কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি হিসেবে এডভোকেট কাজী খান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারীর নাম ঘোষণা করেন। কেন্দ্রীয় নেতারা বলেন রাজপথে সকল আন্দোলন সংগ্রামে বেগবান করার লক্ষ্যে নতুন কমিটি দেয়া হচ্ছে। নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ছাএদলের সহ-সভাপতি এস এম পলাশ।