

রিপোর্টারঃসৈয়দ সালমান হোসেন:
পাওনা টাকা ফেরত চাওয়ায় মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার ঘুঙ্গিয়াকুল গ্রামে দুইটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ। এসময় তাদের বাঁধা দিলে নারীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ হামলাকারীদের বিচারের দাবীতে বেক্ষোভ করেছেন আহতদের স্বজনেরা।
ভুক্তভোগী ও সরেজমিন সুত্রে জানাগেছে, ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার ঘুঙ্গিয়াকুল গ্রামের কৃষক গোপাল মন্ডল একই গ্রামের মিন্টু মন্ডলের কাছে বেশ কয়েকমাস পূর্বের জমি চাষের কিছু টাকা পান। গোপাল মন্ডল তার পাওনা টাকা ফেরত চান মিন্টু মন্ডলের কাছে। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার দিবাগত রাতে মিন্টু মন্ডলের কিছু লোকজন মিলে গোপাল মন্ডলের ও গোকুল মন্ডলের বসতঘরে হামলা চালায়। এসময় তাদের বাঁধা দিলে লিটন মন্ডল, গোকুল মন্ডল, রসনা রানী ও সুবর্ণা রানীসহ ৫জন আহত হন। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আজ মঙ্গলবার সকালে হামলাকারীদের বিচারের দাবীতে বেক্ষোভ করেছেন আহতদের স্বজনেরা।
ভূক্তভোগী কৃষক গোপাল মন্ডল বলেন, আমি মিন্টু মন্ডলের কাছে জমি চাষের কিছু টাকা পাবো। সে পাওনা টাকা আমি চাইলে কৃষ্ণ মন্ডলের নেতৃত্বে মিন্টু মন্ডল, সিন্টু মন্ডল, স্বপন মন্ডল, উৎপল মন্ডল ও উদয় মন্ডলসহ বেশ কয়েকজন মিলে আমার ও আমার ছেলের বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। আমি তাদের নামে মামলা করবো।
অভিযুক্ত কৃষ্ণ মন্ডল বলেন, আমি এ হামলার ঘটনা যানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি।
এ ব্যাপরে ওই গ্রামের ইউপি সদস্য হারেজ মোল্লা বলেন, এ হামলার বিষয় উভয় পক্ষ নিয়ে সালিস মিমাংসা করে দেয়া হবে।