

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :
যশোরের ঝিকরগাছায় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক যুবদের জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স রুমে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান সরদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক ফারহানা হক, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, স্বজন চক্রের নির্বাহী পরিচালক সুভাষ চন্দ্র ভক্ত (বাবুল ভক্ত), সাংবাদিক আফজাল হোসেন চাঁদ শাহাবুদ্দিন মোড়ল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেডিও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির।