

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কলোনী পাড়া গ্রামে বুধবার (১৬ মার্চ )সকাল বেলা ৭ টার সময় নিজ বাসার উঠানের আম কাছে ওই যুবক গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
জানা যায়,নিহত মোঃ শাজাহান জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কলোনী পাড়া গ্রামের মো.জামাল হোসেন এর ছেলে।স্থানীয়ও পরিবার সূত্রে জানা যায়, শাজাহান কাউকে কিছু না বলে বাসার উঠানে আম গাছে খুব সকালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। ফাঁস দেওয়ার কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা টের পেয়ে চিতকার শুরু করলে আসেপাশে প্রতিবেশিরা বাসায় এসে দেখতে পায় যে আম গাছে ঝুলছিলো শাজাহানের মৃত দেহ। কিছুক্ষণ পর পুলিশ কে ফোন দিলে পুলিশ এসে লাশ টি উদ্ধার করে রশ্মি থেকে নামিয়ে নেন।
এ বিষয়ে জানতে চাইলে ১৭নং জগন্নাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মো: মোস্তাফিজুর রহমান লিটন জানান,বাড়ির সকলের অজান্তে বাড়ির উঠানে আম কাছে গলায় রশি দিয়ে শাহজাহান আত্মহত্যা করেছে।তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তবে অপমৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ
মোঃ তানভীরুল ইসলাম।