

হাসরআলী:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২। যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে।১৭ মার্চ (বৃহস্পতিবার) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগ সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে, উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনকর্ম নিয়ে এক আলোচনা সভা পরবর্তী কেক কাটা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মু তানভীর হাসান রুমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মোঃ সুমন মিয়া, সহকারী কমিশনার ভূমি রোকনুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ এ এম আবু তাহের, অধ্যক্ষ আবু নাসের চৌধুরী চার্লেস ও ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন প্রমুখ।