

রোকুনুজ্জামান খান, গাজীপুর:
গাজীপুরে মহানগরে ২২ নং ওয়ার্ডের গজারিয়া পাড়া এলাকায় নতুনধারা কালচারাল ইনডোর অডিটরিয়াম ডিসকোক্লাবে অভিযান চালিয়ে হাউজি খেলা সহ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮৮ জনকে আটক করে, এর মদ্ধে ১১জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ মার্চ) রাত দশটা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোঃ জাহিদ বিন কাশেম ও মাসুদুর রহমান এর নেতৃত্বে ২২ নং ওয়ার্ডের গজারিয়া পাড়া এলাকায় নতুনধারা কালচারাল ইনডোর অডিটরিয়ামে ডিসকোক্লাবে হাউজি খেলা সহ মাদক বিক্রি ও সেবন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
এ সময় ২৮৮ জনকে আটক করে ২৭৭ জনকে জুয়া আইন ২০০৯ এর ৭(২) ধারায় জুয়া আইন ১৮৬৭ সনের ৪ ধারায় প্রত্যেক কে ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন। এবং জুয়া আইন ২০০৯ এর ৭(২) ধারায় জুয়া আইন ১৮৬৭ সনের ৩ ধারায় ১১জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন ভ্রাম্যমাণ আদালত।
গ্রেপ্তারকৃত ২৮৮ জনের কাছ থেকে হাউজি খেলার বিভিন্ন সরঞ্জাম সহ, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা, কেরু কোম্পানির তিন বোতল ইম্পেরিয়াল হুইস্কি, এক লিটার মদ, ১০০ গ্রাম হিরোইন, হাউজি খেলার সিট। এছাড়াও ট্রাংক, মোটর সাইকেল, প্রাইভেটকার, মাইক্রোস, সিএনজি, নগদ টাকা সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, গাজীপুর জিএমপি সদর থানার গজারিয়া পাড়া গ্রামের শাহজাহানের ছেলে শহীদ খান জজ (৫২), শ্রীপুর থানার দক্ষিণ পাড়া গ্রামের সামসুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৩৮), কেওড়া পশ্চিম খন্ড গ্রামের সুর বক্স এর ছেলে আব্দুল মান্নান (৫৫), জয়দেবপুর থানার রাজেন্দ্রপুর পশ্চিম পাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে তোফায়েল আহমদ (৩২), জিএমপি সদর থানার টেক কাথোরা গ্রামের আব্দুস সামাদের ছেলে রাশেদুল ইসলাম (৩২), গজারিয়া পাড়া গ্রামের রামদুলাল গৌর এর ছেলে নারায়ন চন্দ্র গৌর মানিক (৩৫), ময়মনসিংহ ত্রিশাল থানার বানিপারা গ্রামের যতীন্দ্র লাল সাহার ছেলে রতন চন্দ্র সাহা (৫২), কোতোয়ালী থানার নওমহল গ্রামের নুরুল আবেদীনের ছেলে নজরুল ইসলাম আকন্দ (৪৪), নেত্রকোনা পূর্বধলা থানা যদি জটিয়াবর গ্রামের চান মিয়া ফকিরের ছেলে জয়নাল আবেদীন ফকির (৪২), কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানার এগারসিন্দুর গ্রামের মানিক মিয়ার ছেলে আল ইমরান (৪৫), শেরপুর জেলার ঝিনাইগাতী থানার নয়াবাং রিয়া গ্রামের সিদ্দিক খানের ছেলে আবুল বাশার (৪৩),।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, উপ পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ ইলতুৎমিস, উপ-পুলিশ কমিশনার অপরাধ উত্তর মোঃ জাকির হোসান, উপ-পুলিশ কমিশনার সিটিএসবি এন্ড প্রটেকশন বিভাগের মোঃ হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান সহ সদর মেট্রো থানা পুলিশ, জিএমপি পুলিশ,জেলা পুলিশ লাইন হতে পুলিশ অফিসার ফোর্সসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮৮টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের কর্মকর্তারা।