

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রাম পটিয়ার ধলঘাটে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত, শীতাতাপ নিয়ন্ত্রিত পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। ১৮ মার্চ শুক্রবার পবিত্র জুমার নামাজের সময় বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আবুল বশর চৌধুরী অনুষ্ঠানিকভাবে এ মসজিদ কমপ্লেক্সে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি নানুপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা
মুফতী সুলতান আহমদ নানুপুরীর শাহ্্জাদা মাওলানা এমদাদ উল্লাহ নানুপুরী। বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শফিউল আলম বাদশা, ধলঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিউল ইসলাম বাবুল, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, নুরুল ইসলাম করিম, নাজিম উদ্দীন, শাহেনেওয়াজ তালুকদার, নাছির উদ্দীন চৌধুরী, আবদুল বারেক, আবু সওদাগর ও মসজিদের খতিব মাওলানা আবু তৈয়ব প্রমুখ।
প্রধান অতিথি বলেন, প্রতিটি মসজিদই হচ্ছে বায়তুল্লার অংশ, হযরত মুহাম্মদ ইব্রাহিম (আঃ) ইসলাম বায়তুল্লাহ নির্মাণের পর সেখানে যাহা ইট, সুরকি, বালি অবশিষ্ট থাকে সেগুলোর ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হবে মহান আল্লাহ থেকে নির্দেশনা চাইলে আল্লাহ বলেন বায়তুল্লাহর ছাদে দাঁড়িয়ে সবগুলো ছিটিয়ে দাও। যেখানে বায়তুল্লাহর ইট, সুরকি পড়েছে সেখানেই মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। তিনি নামাজ আদায়ের জন্য মসজিদের সেবায় নিয়োজিত থাকার জন্য সকল মুমিনের প্রতি আহবান জানান।