

রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়:
মনিষী ও গাছ বরণে বসন্ত উৎসব ২০২২ পালন করলেন।শ্যামবাজার মেট্রো চার নম্বর গেটের সামনে ব্ল্যাক কেয়ার স্কোয়ার পার্ক । সহযোগিতা করেছেন ভয়েস অফ ওয়ার্ল্ড ও দর্জি পাড়া সার্বজনীন এবং সংবেদন। সবার সহযোগিতায় সুন্দর একটি র্যালির মাধ্যমে বসন্ত উৎসব ও বৃক্ষরোপণ করলেন। উপস্থিত ছিলেন সিরাম থালাসেমিয়া কর্ণধর শ্রী সঞ্জীব আচার্য মহাশয় ও সুমিত মহাশয় এছাড়া অন্যান্য সদস্যবৃন্দরা। সংক্ষিপ্ত বক্তৃতায় সাংবাদিকদের জানালেন, সবাই এই দিনটিকে পালন করে এবং হোলির আনন্দে মেতে উঠে, কিন্তু এই প্রতিবন্ধী মানুষদের জন্য ভাবনাটা মানুষের মনে খুব কম থাকে, তারাও চাই এই দিনটিতে রঙের আনন্দে মেতে উঠুক , এরা অনা ছোটবেলা থেকেই সবাইকে ছেড়ে একটি আশ্রমের পড়ে থাকেন আমরাই পারি তাদের আনন্দ দিতে, তাই আমরা আজ এদের নিয়েই অনুষ্ঠানটি করার চেষ্টা করেছি এবং র্যালি করার চেষ্টা করেছি। শুধু তাই নয় এদেরকে আমরা কাছে পেয়ে নিজেদেরকে ধন্য মনে করি। রেলি শ্যামবাজার ৪ নম্বর থেকে শুরু করে হাতিবাগান হয়ে ব্ল্যাক স্কয়ার পার্কে গিয়ে পৌঁছায় এবং সেখান বৃক্ষ রোপন করা হয়। শুধু একটা কথাই আমরা বলতে চাই তারাও কোনো অংশে কম নয় প্রতিবন্ধী হলেও তারা সাধারণ মানুষের মতো সব কিছুই করতে পারে কোন কিছুতেই কম নয় আমরা সেটাই সবার কাছে তুলে ধরলাম আপনারাও এগিয়ে আসুন এই সকল ছোট ছোট প্রতিবন্ধী শিশুদের পাশে।