

মোঃ আকাশউজ্জামান শেখ ।
স্টাফ রিপোর্ট :
রামপালের পেড়িখালী ইউনিয়নের আওড়াডাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ হারালো ১৬ বছরের দিনমজুর বালক রাহাদ
এলাকাবাসীর থেকে জানা গেছে যে ছোট্ট বালক রাহাদ( ১৬ ) পরিবারের অভাবের তাড়নায় পড়ে লেখাপড়ার অবসান ঘটিয়ে নোয়াখালীতে দিন মুজুরের কাজ করতেন । গতকাল কাজের সুবাদে বৈদ্যুতিক মোটর চালাতে যায় এবং তখন মোটরের সংযোগের তার ছেড়া থাকায় এই দুর্ঘটনা ঘটেছে ।
পরে তার সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিলে মৃত্যু বলে জানানো হয় ।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ময়না তদন্ত শেষে মৃত্যু দেহকে পরিবারের কাছে হস্তান্তর করেন ।
তার বাবা রুহুল আমিন ও মাতা মরিয়ম বেগম এর বড় ছেলে ছিলেন রাহাদ ।
তার মরদেহ নোয়াখালী থেকে নিজ গ্ৰামে আনার প্রক্রিয়া চলছে । এবং আজ রাতেই তার দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তার আত্মীয়স্বজন ।
মোঃ রুহুল আমিনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে ।।