

মোঃখোরশেদ আলম ব্যুরো প্রধান:
নানান কর্মসূচির মধ্যদিয়ে চৌদ্দগ্রামে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও তানভীর হোসেন। দিবসটি উপলক্ষ্যে আ’লীগের নেতাকর্মীরা রাতে প্রথম প্রহরে আ’লীগের স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে ফুল ও মহাসড়কে র্যালী করেন। এদিকে দিবসটি উপলক্ষ্যে শনিবার চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি আবদুস ছোবহান ভ্ূঁইয়া হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারন সম্পাদক অধ্যাপক রহমত উল্যাহ বাবুল, মাহমুদুর রহমান খোকন ও আক্তার হোসেন পাটোয়ারীসহ আরো অনেকে। সভায় পৌর মেয়র বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলে বাঙ্গালী জাতি একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে। দেশ স্বাধীন হয়েছে বলে শেখ হাছিনা প্রধানমন্ত্রী হতে পেরেছে। বর্তমান সরকার দেশের ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। দেশে হয়েছে শতভাগ বিদ্যুৎতায়ন। অপরদিকে শহীদ মিনার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা ও মহাসড়কে র্যালীর মধ্য দিয়ে আলাদাভাবে স্বাধীনতা দিবস পালন করলেন জেলা আ’লীগের সদস্য ও পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান। বিকেলে চৌদ্দগ্রাম সরকারি কলেজে শহীদ মিনারে আলোচনা সভার সভাপতিত্ব করেন পৌর আ’লীগের সিনিয়র সহসভাপতি ইদ্রিস মিয়াজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান। বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন, কাজী কামাল, আশরাফুল আলম রিপন, জাকির হোসেন বাবু ও ফরাস উদ্দিন রিপন।
বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভা বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন বিশিষ্ট আ’লীগ নেতা ও শিল্পপতি এম তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিমের নেতৃত্বে আ’লীগের নেতাকর্মীরা।