

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে কাল সোমবার চট্টগ্রামের পটিয়ায় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বিকেল ৩টায়
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম
সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলমের উদ্যোগে এ প্রীতি ম্যাচের আয়োজন করা
হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করবে চট্টগ্রাম ফুটবল একাদশ বনাম পটিয়া
ফুটবল একাদশ। প্রীতি এ ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন দক্ষিণ জেলা আ’লীগের
সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা
বীরমুক্তিযোদ্ধা দিদারুল আলম, উপজলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার
শামসুদ্দিন আহমদ, বাংলাদশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ও ফিফার
সদস্য মো. মহিউদ্দিন মহি। প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক কমিটির চেয়ারম্যান
বীরমুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জসিম
উদ্দিন ক্রীড়ামোদি সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।