

রিপোর্টার কলকাতা থেকে সমরেশ রায়ও শম্পা দাস:
বীরভূম রামপুরহাটের গণহত্যার’ প্রতিবাদে, রাজ্যের মুখ্যমন্ত্রী কে ধিক্কার ও পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করল ভারতীয় জনতা পার্টি…। বেলা বারোটা থেকে বিভিন্ন জেলার ভারতীয় জনতা পার্টির কর্মীরা মিছিল করে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয় এবং দুটোর সময় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিরাট মিছিল করে রানী রাসমণি কাছে শেষ করেন এবং সভা করেন, তিন থেকে সাড়ে তিন হাজার ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই মিছিলে পা মেলান , মিছিলের মধ্যে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় রামপুর হাট থেকে শুরু করে নেতা খুনের প্রতিবাদ জানিয়ে এবং মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করার দাবী নিয়ে এই মিছিল শুধু তাই নয় রাজ্যের মহানাগরিক ও মন্ত্রী ববি হাকিমকেও বলতে ছাড়েননি, মিছিলে প্রথম সারিতে ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল, এই কুশপুতুল নিয়ে আনন্দে নিত্য করতে করতে মিছিলের মধ্যভাগে যায় বিজেপি কর্মীরা, পুতুলের আগে আগে তারা খই ছড়াতে থাকেন, এবং বল হরি হরি বল বলে স্লোগান করে কাঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেহ বয়ে নিয়ে যান, মিছিলের প্রথমভাগে ছিলেন রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী ,সজল ঘোষ, সুকান্ত মজুমদার ,ভারতী দেবী সহ অন্যান্য নেতৃবৃন্দ, মঞ্চের সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন উনি পুলিশ মন্ত্রী, কখন কি বলে নিজেই জানেন না, এবং যিনি খুন হয়েছেন তিনি তাদের লোক, তাই যদি মাথার কোন প্রবলেম থাকে তাহলে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বাইরে গিয়ে চিকিৎসা করা যাবে না, দরকার পড়লে আমরা চিকিৎসা করা সমস্ত ব্যবস্থা করে দেবো,। এর সাথে সাথে বিধানসভায় যে গন্ডগোল এবং আমাদের উপর জোর জুলুম করা হলো তার তীব্র নিন্দা করি ,আগামীকাল থেকে বিভিন্ন এলাকার থানায় ডেপুটেশন দেওয়ার জন্য বিভিন্ন জেলার কর্মীদের জানিয়ে দিলেন এবং বক্তিতা চলাকালীন মাননীয় মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করলেন, দেখে যান আমরা মুছে গিয়েছে কিনা, আজকের জনসভা এবং মিছিল আপনাকে মনে করিয়ে দিলো, ভারতীয় জনতা পার্টি আছে থাকবে, জনগণ বুঝতে শিখেছে ।