

পটিয়া(চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরীঃ-
(২৮শে মার্চ) সোমবার পশ্চিম পটিয়ার প্রানকেন্দ্র শান্তিরহাট ব্যবসায়ী কল্যান সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন সমিতির কার্যালয়ে অনুষ্টিত হয়।এ ব্যবসায়ী সমিতিতে সর্বমোট ৩৫৪ জন সদস্য ভোটার রয়েছে। এদের ভোটের মাধ্যমে নির্বাচনে গটিত হবে ১৫ সদস্য বিশিষ্ট সমিতির পরিচালনা পরিষদ। তৎ মধ্যে বিভিন্ন পদে ১২ জন সদস্য বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়।এর মধ্যে অবশিষ্ট তিনটি পদে প্রতিদ্ধন্ধি পদপ্রার্থী সভাপতি পদে কাজী খোরশেদ আলম – আনারস প্রতীক, মোঃ নুরুল আলম সওদাগর-গোলাপ ফুল, সাধারন সম্পাদক পদে মোঃ আবু নোমান-বই, মোঃ জামাল উদ্দিন-দোয়াত কলম,অর্থ সম্পাদক মোঃ জালাল উদ্দিন রোকন-টিউব ওয়েল,মোঃ এমরান-বাঘ মার্কায় সমিতির সদস্যদের ভোটাভোটির মাধ্যামে তীব্র প্রতিদ্ধন্ধিতায় ভোট যুদ্ধের তীব্র লড়াইয়ে এ নির্বাচন নিবাচন সম্পুর্ন হয়।উক্ত নির্বাচন সকাল ৯টায় শুরু হয়ে দুপুরে কিছু সময় বিরতী পর পুঃনরায় ভোট শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষে নির্বাচন পরিচালনা কমিশন ভোট গননা সম্পন্ন করে সভাপতি পদপ্রার্থী কাজী খোরশেদ আলম ১২৮ ভোট, নুরুল আলম সওদাগর ১৮৪ ভোট পেয়ে অপর প্রতিদ্ধন্ধী প্রার্থীকে ৫৬ ভোটের ব্যবদানে নুরুল আলম চতুর্থবারের মতন সভাপতি হিসেবে বিজয়ী হয়। সাধারন সম্পাদক পদে আবু নোমান ১০৭ ভোট,অপর প্রতিদ্ধন্ধী প্রার্থী জামাল উদ্দিন ২০৪ ভোট পেয়ে ৯৭ ভোটের ব্যবদানে বিজয় হয় জামাল উদ্দিন ।অপরদিকে অর্থ সম্পাদক পদে জালাল উদ্দিন রোকন ১৩৫ ভোট,মোঃ এমরান ১৭৩ ভোট পেয়ে ৩৮ ভোটের ব্যবদানে বিজয়ী হয় এমন ভোটের ফলাফল নির্বাচন পরিচালনা কমিশনের ঘোষনা পত্র সূত্রে জানাযায়।এ নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পটিয়া উপজেলা পরিষদের সমাজসেবা অফিসার বাবু পিপলু চন্দ্র নাথ,সহ-কমিশনার ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম,হাজ্বী নুরুল ইসলাম,মোঃ জসীম উদ্দিন,মাষ্টার আনোয়ারুল হক,মোঃ এমরান মনা।উল্লেখ্য নির্বাচন চলাকালীন সময়ে পটিয়া শান্তিরহাট ব্যবসায়ী সমিতির গুরুত্বপূর্ন এ নির্বাচন পরিদর্শন করেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারিয়া ডালিম, কুসুমপুরা স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ হোসাইন, পটিয়া প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সাংবাদিক গোলাম কাদের,
আ’লীগ নেতাআবু সুফিয়ান টিপু,মোঃ নাছির উদ্দিন,মোঃ জসীম উদ্দিন,কুসুমপুরা ইউপি আ’লীগের সাধারন সম্পাদক এডঃ হোসাইন রানা,সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,মেম্বার খোরশেদ আলম প্রমুখ।