স্বাধীনতা তুমি!


==ঝর্না বড়ুয়া==
স্বাধীনতা তুমি
লাল সবুজের বুকে শহীদের তাজা রক্তের চিহ্ন
বাংলার সবুজ ঘাসে গৌরবের শিশির বিন্দু
বাংলার মাঠে-ঘাটে সরল কৃষকের অনাবিল প্রশান্তি
বাংলার মাটি ও মানুষের আত্মহারা আনন্দের প্রতিচ্ছবি।
স্বাধীনতা তুমি
বাংলার নারী আন্দোলনের মূর্ত প্রতীক
বাংলার দোয়েল-কোয়েলের কলকাকলি
বাংলার দীঘির জলে ফুটন্ত রকমারি শাপলা
বাংলার নারী ও শিশুদের নিরাপদ পথচলা।
স্বাধীনতা তুমি
বাংলার মুক্ত ভুখন্ড ও স্বাধীন সার্বভৌমত্ব
বাংলার অপরূপ প্রকৃতিতে উড়ন্ত
রঙিন প্রজাপতি
বাংলার মানুষের মাথা উঁচু করে বাঁচার স্তম্ভ
বাংলার স্বাধিকার আদায়ের দুর্দান্ত দম্ভ।
স্বাধীনতা তুমি
বাংলার গৌরব-মহিমার ঐতিহ্য ইতিহাস
বাংলার কবিতা গদ্য-পদ্য মহাকাব্যের জয়গান
বাংলার দিগন্তবিস্তৃত বাঙ্গালীর সুখময় দিনলিপি
বাংলার সমৃদ্ধ খ্যাতির স্রোতধারার সূতিকাগার ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category