

সাইদুল ইসলাম রনি, গাজীপুরঃ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুর জেলা কমান্ড্যান্ট ও কোর্স অধিনায়ক মোঃ আশরাফুল ইসলাম বলেছেন, প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হয়ে নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ছিনতাই-চাঁদাবাজী সহ সামাজিক অবক্ষয় রোধমূলক কর্মকান্ডে তরুণ প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
শান্তি সৃংখলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা স্লোগানে শহরের বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে রবিবার ২৭ মার্চ দুপুরে জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের সম্মেলন কক্ষে অস্ত্র সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গাজীপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের ৪৯ জন ভিডিপি সদস্যদের ৬ষ্ঠ ধাপে ২১ দিন মেয়াদী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণে গুলিছুড়া অনুশীলন করে লিখিত পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা ভিটিসি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ফারজানা রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন- কাপাসিয়া উপজেলা প্রশিক্ষক মোঃ ফয়েজ আহমেদ, কালিয়াকৈর উপজেলা প্রশিক্ষক ইসরাফিল, প্রশিক্ষক মো. শাহ জাহান, মোঃ জেলানী, প্রশিক্ষণার্থী মো. শহিদুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে প্রশিক্ষণের সাথে জড়িত প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ী সহ ৭ জন সদস্যকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান সহ প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করেন।