

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ-
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, পরম মমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুমিহীনদের ঘর উপহার দিয়েছেন। আশ্রয়ণ প্রকল্পের অধীনে ভুমিহীনদের পায়ের তলায় মাটি ও মাথার উপর ছাদ দিয়েছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের সঙ্গে আমরা থাকতে পেরে সুভাগ্যবান। ধনি-দরিদ্র এককাতারে থেকে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করবো। শুক্রবার দুপুর ১২টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বক্তব্য রাখেন, আশ্রয়ণ প্রকল্প এলাকায় বসবাসকারী তৃতীয় লিঙ্গের সাগরিকা, দেবশ্রী দেবু। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মারুফ উল্লাহ মারুফ, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ,পটিয়া সহকারী কমিশনার (ভুমি) রাজিব হাসান, পটিয়া উপজেলা আ’লীগের সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম। এছাড়াও চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যােগে অনুষ্ঠানে তিন শতাধিক অসহায় মানুষেকে ১৬ কেজি ৫০০ গ্রাম করে বিভিন্ন আইটেম ইফতার সামগ্রী বিতরণ করা হয়।