

সাফিউল ইসলাম রকি:
রাজশাহী মহানগরীতে ঐতিহ্যের প্রাচীন মুকুট লোকজ উৎসব-২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বেতার সঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে শুক্রবার (০১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় নগরীর পাঠানপাড়া বালুরঘাটে নির্মিত লালন শাহ্ মঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার। শুক্রবার (০১ এপ্রিল) রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বেতারের আঞ্চলিক পরিচালক হাসান আক্তার, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী, চিলড্রেন ফিল্ম সোসাইটি, রাজশাহীর সভাপতি আহসান কবির লিটন।
সভাপতিত্ব করেন রাজশাহী বেতার সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি মনোয়ারুল ইসলাম বকুল। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের এ্যাড. রাশেদ-উন-নবী আহসান। আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগেরসদস্য আশরাফ উদ্দিন খান প্রমুখ।