

রিপোর্টারঃসৈয়দ সালমান হোসেন:
মাদারীপুরের ডাসারে ইজিবাইক ছিনতাইয়ের সময় চক্রের মূল মাস্টার মাইন্ড ও তার অসহযোগী গেপ্তার হয়েছে।
আটককৃত আসামী মো: হারুন মল্লিক(৪০) পিতা: মৃত চান্দু মল্লিক।চক্রের মূলহোতা হারুন পটুয়াখালী জেলার বাউফল থানার বিলবিলাশ মৃত:হান্নানের ছেলে।সে ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার অন্যন্য সহযোগী চক্রের সদস্য হলেন মো: মিলটন(৩৮) পিতা: মিরাজ সাং-শনির আখরা। মনোয়ার ব্যাপরী(১৫) পিতা:ফোরকান ব্যপাড়ী, সাং- চন্দ্রদীপ, থানা:বাউফল, জেলা -পটুয়াখালী।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানাযায় যে, দুপুর ২ টার দিকে সংঘবদ্ধ সক্রিয় ছিনতাইয়ের একজন সদস্য ভূরঘাটা থেকে বিল্লাল খানের ইজিবাইক ভাড়া করে মস্তফাপুরের উদ্দেশ্য ইজিবাইকে উঠে।তার ইজিবাইকের পিছনে ৪/৫ জন সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্যরা মটর সাইকেলে অংশ নেয়। এ-সময় ইজিবাইক চালক কে কৌশলে জুসের সাথে অচেতন নাশক নেশাদ্রব্য পান করায় ছিনতাই চক্রের মূলহোতা ইউপি সদস্য মো: হারুন।এসময় ছিনতাইয়ের মাস্টার মাইন্ড হাইওয়ে সড়ক থেকে চালককে ফাঁকা রাস্তায় প্রবেশ করতে বলে। ইজিবাইক চালক কিছুদূর যাওয়ার পরে কিছুটা দূর্বল হয়ে পড়ে।এসময় যাত্রীবেশী ছিনতাইয়ের মাস্টার মাইন্ড মো: হারুনকে ইজিবাইক থেকে নেমে যেতে বলে।এসময় অন্যন্য সদস্যরা চালককে ঘিরে ফেলে মটর সাইকেলে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।পথিমধ্যে চালক তার বন্ধুকে দেখতে পেয়ে তাকে চিৎকার করে খুলে বলে।এসময় আশেপাশের লোকজনের সহায়তায় চোর চক্রের মূলহোতা সহ তিনজনকে ধরতে সক্ষম হয়।খবর পেয়ে ডাসার থানার এস আই অখিল তার সঙ্গীয় ফোর্স নিয়ে মূল হোতাকে আটক করে থানায় নিয়ে আসে। খবর নিয়ে জানাযায় ইজিবাইক ছিনতাইয়ের মূল হোতা মোঃ হারুন দীর্ঘদিন যাবৎ একটি সিন্ডিকেট তৈরি করে নিয়ন্ত্রণ অপকর্ম করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন, ইজিবাইক ছিনতাইয়ের সময় মাস্টার মাইন্ড ইউপি সদস্য ও তার সহযোগিদের গেপ্তার করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।