

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের ঐতিহ্যবাহী শ্রীপুর ট্যুরিজম বাইকার্স যুব উন্নয়ন সংঘের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন খন্দকার মাসুদ রানা,সাধারন সম্পাদক মো: আরিফ মন্ডল।
শনিবার ২ এপ্রিল দুপুর ১২ টায় ইনশা অ্যাগ্রো অ্যান্ড রিসার্চ সেন্টারে ট্যুরিজমের সকল সদস্যদের উপস্থিতে সাধারন সভা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১২টায় শ্রীপুর ট্যুরিজম বাইকার্স যুব উন্নয়ন সংঘের সভাপতি খন্দকার মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক আরিফ মন্ডলের সঞ্চালনায় সদস্যদের উপস্থিতিতে প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। সদস্যদের বক্তব্য শুনে সকল সদস্যদের সম্মতি ক্রমে সভাপতি আগের কমিটি বিলুপ্ত ঘোষানা করেন। পরে সদস্যদের সম্মতি ক্রমে আফসার আহমেদকে আহ্বায়ক ও শেখ নজরুল ইসলাম, শেখ জহির, শামীম ভূইয়া ও বিপু করে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যহুরের নামাজ ও খাবারের জন্য ১ ঘন্টা বিরতি দেওয়া হয়।
পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে কমিটির আহ্বায়ক ৪ সদস্যের সাথে আলোচনা করে সকলের সম্মতি ক্রমে নতুন করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন খন্দকার মাসুদ রানা, সহ-সভাপতি মাওলানা মোঃ আফসার আহমেদ, সাধারন সম্পাদক মোঃ আরিফ মন্ডল, সহ-সাধারন সম্পাদক ইঞ্জিঃ আসাদুজ্জামান বিপু, সাংগঠনিক সম্পাদ আমান উল্লাহ সুজন।
পরে সন্ধ্যায় সংগঠনের অন্যতম সদস্য জীম মামুনের সৌজন্যে মিষ্টিমুখ ও সদস্যরা ফুল দিয়ে নতুন কমিটিকে বরণ করে নেন।