

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
পটিয়া পৌরসভার ৯টি স্থানে মাহে রমজান উপলক্ষে পথচারীদের জন্য ইফতারি,খেজুর ও পানির এর ব্যবস্থা করেছেন পটিয়া পৌরসভা। গতকাল রবিবার মাসব্যাপী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পটিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল।এ সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল,৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন, শহিদুল আলম, নাঈম উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, সৈয়দ তালুকদার সহ প্রমূখ। ৯টি স্থানগুলো হলেন, পটিয়া শাহচান্দ আউলিয়া মাজার সংলগ্নে, বাসস্ট্যান্ড সংলগ্নে, ডাকবাংলোর মোড় সংলগ্নে, থানার মোড় সংলগ্ন, পোস্ট অফিস সংলগ্নে, উপজেলা অফিস সংলগ্নে, কাগজী পাড়া সংলগ্নে, রেলস্টেশন সংলগ্ন এলাকা।
এ সময় মেয়র আইয়ুব বাবুল বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাস আত্নশুদ্ধির মাস। তাই পটিয়া পৌরসভার নয়টি স্থানে পথচারীদের ইফতারের ব্যবস্থা করা হয়েছে।এই কার্যক্রম মাসব্যাপী চলবেন বলে তিনি জানান।