

মোঃ বাবলু মল্লিক, নড়াইল প্রতিনিধিঃ
কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় নড়াইলের কালিয়া দেরহাজার চাষীকে বিনামূল্যে ধাননীজ ও সার বিতরণ করেছে উপকেলা কৃষি বিভাগ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন আনুষ্ঠানিক ভাবে চাষী প্রতি ৫ কেজী হারে আউষ ধানের বীজসহ ১০ কেজী
জি এমওপি ও ২০ কেজী ডিএ পি সার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল উপপরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন, নড়াইলের জেলার প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কালিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষ, কালিয়া নড়াইল নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাসের সঞ্চালনায় অন্যাঅন্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সোহেলী পারভীন, উপজেলা কমিশনার (ভূমি) মোঃ জহিরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও কালিয়া সঞ্চানায় অন্যান্যেরমধ্যে
বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান, মোসা. সোহেলী পারভীন নিরি, সহকারি
কশিশনার (ভূমি) মো.জহুরু ইসলাম,কানিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু, প্রমুখ।