নওগাঁর মহাদেবপুরে হিজাব পড়ার অপরাধে ছাত্রীকে পিটালেন হিন্দু শিক্ষিকা


সাফিউল ইসলাম রকি:
নওগাঁর মহাদেবপুরে হিজাব পড়ার অপরাধে ২০ ছাত্রীকে পিটালেন হিন্দু শিক্ষিকা আমোদিনী পাল ।
ঘটনাটি ঘটে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বাউল বারবার পুর উচ্চ বিদ্যালয় এ হিজাব পরে আসার অপরাধে বিদ্যালয় প্রঙ্গণে জাতীয় সংগীত চলা কালীন সময় ভারপাপ্ত প্রধান শিক্ষিকা মেয়ে দের প্রশ্ন করে তোমরা হিজাব পরে কেনো স্কুলে আসো ? স্কুলে আসতে হলে স্কুল এর পোষাক পরিধান করে আসতে হবে । এই কথা বলার সাথে সাথে যে সকল ছাত্রী হিজাব পরিধান করেছিলো সবাই কে পিটিয়েছে অভিযুক্ত ঐ স্কুল শিক্ষিকা ।
এই সময় ছাত্রীরা অভিযোগ করে প্রায় সময় তাদের পোষাক নিয়ে এমন কথা বলে ঐ স্কুল শিক্ষিকা ।
স্কুল এর ছাত্রী দের পিটানোর খবর পেয়ে অভিভাবকরা স্কুলে এসে প্রধান শিক্ষিকা কে না পেয়ে ভাঙ্গচুর করে ।
পরে দুই গাড়ি পুলিশ এসে সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসে ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category