

আরিফ প্রধান, গাজীপুর :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুরে মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মহা সড়কে চাঁদাবাজি, যানজট, ছিনতাই ও সড়কের উপর অবৈধ দোকানপাট উচ্ছেদ, অবৈধ পার্কিং বন্ধে গাজীপুর রিজিয়ন মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও ওপেন হাউজ ডে সহ নানা প্রকার সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শনিবার (৯এপ্রিল) সকাল এগারোটায় মাওনা চৌরাস্তা ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির অফিসে স্থানীয় চালক, শ্রমিক ব্যবসায়ীদের নিয়ে মাওনা হাইওয়ে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সভায়
বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক আব্দুল মালেক,
ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান ইকবাল, এশিয়ান টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, মাওনা হাইওয়ে থানার সার্জেন্ট শিবু নাথ, সাব- ইন্সপেক্টর নুরুল হাসান, এএসআই রাসেল মিয়া এটিএসআই আজহার, মাওনা চৌরাস্তা ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির সভাপতি মুহাম্মদ ফরিদ,সাংগঠনিক সম্পাদক শফিক মিয়া, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাংবাদিক ইমরান উজ্জল মিয়া, মিজানুর রহমান সহ মাওনা হাইওয়ে পুলিশের সদস্য বৃন্দ ট্রাক- কভারভ্যান চালক ও সহকারি বৃন্দ।