

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পরেও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে রোববার (১০ এপ্রিল ) সকাল থেকে দুপুর পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা নির্বাহী মাজিস্ট্রেট ও গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুম ও গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী।
জেলা নির্বাহী মাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের লেইন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে সাধারণ পথচারী ও যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটায়। তাই জেলা প্রশাসকের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী জানান, উচ্ছেদের পর যদি আবার কেউ অবৈধ স্থাপনা বা দোকানপাট বসায় তাহলে তাদের কে চিহ্নিত করে নিয়মিত মামলা দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পথচারীরা জানান, গত বছরের ৯ এপ্রিলে বাঘের বাজারের ইজারা বন্ধ করে বাজারটি বিলুপ্তি ঘোষণা করে সরকার। পরে অভিযান চালিয়ে সকল দোকানপাট উচ্ছেদ করা হয়। কিন্তু দুদিনের মাথায় আবার দোকানপাট বসে একশ্রেণীর প্রভাবশালী কিছু লোকজন মহাসড়কের পাশে এবং রাস্তার উপর দোকানপাট বসলেও পুলিশ কিছু বলে না। তবে জেলা প্রশাসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত এ অভিযান অব্যাহত রাখার দাবি জানান তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ(সওজ) বিভাগের সার্ভেয়ার সাইদুর রহমান, জয়দেবপুর থানা পুলিশ ও জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ আনসার, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৭ এপ্রিল মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলো নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে দুই দিনের সময় দেওয়া হয়েছিল।