

এস.এম দুর্জয়ঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা কামরুল চৌধুরীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (১০ এপ্রিল ) বিকেলে কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় যুবলীগ নেতা কামরুল চৌধুরী বলেন, তিনি একসময়ে বর্তমান গাজীপুর ৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপির দুর্দিনের রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন।বিগত বিএনপি জামাত ক্ষমতা থাকাকালীন তাদের মিথ্যা মামলা হামলায় নির্যাতিত হয়ে প্রবাসে ইতালিতে পাড়ি জমান। প্রবাসে থেকেও কামরুল চৌধুরী আওয়ামী লীগ রাজনীতির সাথে সক্রিয় ছিলেন।বর্তমানে তিনি দেশে ফিরে কাওরাইদ ইউনিয়ন আওয়ামী যুবলীগ কে সুসংগঠিত করার লক্ষ্যে দিন রাত কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আদর্শিত হয়ে এবং মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপির আদর্শ বুকে ধারণ করে কাওরাইদ ইউনিয়ন আওয়ামী যুবলীগকে শক্তিশালী এবং সুসংগঠিত করবেন। কামরুল চৌধুরীর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাওরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ফকির, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা হারুন অর রশীদ রনি,উপজেলা আওয়ামী যুবলীগ নেতা সেলিম শেখ, লুৎফর রহমান মন্ডল, কাওরাইদ ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা শাহরিয়ার কাজল, শওকত হোসেন, কবির ব্যাপারী,মাসুদ রানা,আনোয়ার হোসেন প্রমুখ।