

রোকুনুজ্জামান খান, গাজীপুর:
গাজীপুর সদর উপজেলায় গোসল করতে নেমে পানিতে ডুবে নুর মোহাম্মদ হাসান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদরের শিরিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ হাসান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার তেলোয়ারি গ্রামের নুরুল হকের ছেলে। সে স্থানীয় আলফাজ এর বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয়রা ও পুলিশ জানায়, গত রোববার দুপুরে শিরিরচালা এলাকায় ডিগনিটি ফ্যাক্টরির পুকুরে তার বন্ধুদের সাথে গোসল করার সময় সাতার না জানার কারনে পানিতে ডুবে যায়। অনেক খোজাখুজি করে না পেয়ে সোমবার সকাল ৮টার দিকে পুকুরে খোজতে গেলে মৃত দেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা পুলিশ কে খবর দিলে জয়দেবপুর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উইদিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।