

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রামে পটিয়া উপজেলার মাটি ও মানুষের যেকোন প্রয়োজনে পাশে আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পটিয়ার শিক্ষার্থীদের সংগঠন ডুসাপ (ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পটিয়া) এই ইফতার মাহফিলের আয়োজন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বদিউল আলম বলেন, পটিয়ার ইতিহাস অনেক সমৃদ্ধ। পটিয়াকে পুরো উপমহাদেশে বীরকন্যা প্রীতিলতা এবং মাস্টার দ্যা সূর্যসেন যেভাবে চিনিয়েছেন, আমাদের তা ধরে রাখতে হবে। আমাদের দায়িত্ব পটিয়ার শিক্ষাঙ্গন পরিষ্কার রাখা। বঙ্গবন্ধু অন্যায়ের সাথে আপোষ করেননি। আমাদের সেই আদর্শ বুকে নিয়ে এগিয়ে যেতে হবে। পটিয়ার মাটি ও মানুষের স্বার্থে আমাকে যখন প্রয়োজন হবে,আমি তখনই সাড়া দিবো। আমি ডুসাপের সর্বোত্তম মঙ্গল কামনা করি। আমার সংগঠন ডুসাপ এগিয়ে যাক,এগিয়ে যাক পটিয়া।
ডুসাপের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তের সাবেক মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ।
তিনি বলেন, আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে শপথ নিতে হবে, আমরা নিজের জন্য নয়, পরের জন্য বাঁচবো। তবেই আমরা সমাজ, দেশ ও জাতির মঙ্গল করতে পারবো।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড কে এম আজম চৌধুরী বলেন, আমাদের সবাইকে এক থাকতে হবে। পটিয়ার কল্যাণের জন্য, পটিয়াকে সামনে রেখেই আমাদের বিভেদ ভুলে এক হতে হবে।
ডুসাপের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ডুসাপের প্রতিষ্ঠাতা সম্পাদক আবদুল খালেক, সাবেক শিক্ষার্থী ইমরান উদ্দীন এবং সংগঠনটির সাবেক সভাপতি আবদুল্লাহ আল নোমান।