

রোকুনুজ্জামান খান, গাজীপুর:
গাজীপুর সদর উপজেলায় নদীরধারে ঘুরতে এসে পানিতে পড়ে ডুবে গিয়ে প্রতিবন্ধি আরিফুল (১৬), নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদরের পাইনশাইল নদীর ঘাটপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল শেরপুরের ঝিনাইগাতি থানার বনগাও চত্তর গ্রামের আলিফ উদ্দিনের ছেলে। সে স্থানীয় আনোয়ারের বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে পাইনশাইল নদীর ঘাটপাড় এলাকায় বোবা ও শারিরিক প্রতিবন্ধি আরিফুল নদীরধারে ঘুরতে গিয়ে নদীতে পড়ে যায়। সাতার না জানায় পানিতে ডুবে যায়। এসময় স্থানীয়রা অনেক খোজাখুজি করেও না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কে খবর দেয়। পরে জয়দেবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল বেলা সাড়ে ১২টার দিকে নদীর পানির তলদেশ হতে মৃতদেহ উদ্ধার করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, প্রতিবন্ধি কিশোরের মৃত্যু ঘটনায় জয়দেবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।