
সাফিউল ইসলাম রকি:
নওগাঁর মান্দায় দুই সপ্তাহ আগের রিপোর্ট দেখে ভুল ভাবে জরায়ুর অপারেশনে সোহাগী বেগম (৩২) নামে এক মহিলার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে ।
নিহত সোহাগী বেগম উপজেলার ভারশোঁ ইউপির মৎস্যজীবী পাড়া গ্রামের হায়দার আলী (কারেন্ট) এর স্ত্রী।
জানা গেছে, নিহত সোহাগী বেগম জরায়ু অপারেশনের জন্য শুক্রবার (১৫ এপ্রিল) দেলুয়াবাড়ি বাজার রোগমুক্তি ক্লিনিকে ভর্তি হন। ভর্তির পর সেদিন রাতেই সোহাগীকে আখেরুজ্জামান রবি নামে এক ডাক্তার অপারেশন করেন। অপরাশনের পর থেকে ধীরে ধীরে তার অবস্থা অবনতি হতে থাকে। এমত অবস্থায় শনিবার (১৬) এপ্রিল সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ার ভয়ে মরদেহ সকালে দ্রুত ক্লিনিক থেকে তার শশুর বাড়িতে পাঠিয়ে দেন। এরপর স্থানীয় আওয়ামী লীগ নেতা আফসার হাজীর মধ্যেস্থতায় ক্লিনিক মালিক আমিনুল ইসলাম সব মহলসহ রোগীর স্বজনদের ম্যানেজ করার চেষ্টা করেন। এক পর্যায়ে রোগীর স্বজনদের সহায়তার আশ্বাস ও ভাগ্যোর উপর দোষ দিয়ে লাশটি দাফন করতে বলেন। এছাড়াও থানায় অভিযোগ হলে লাশটি কাটা ছেঁড়া হবে বলে তাদেরকে বুঝিয়ে দেন। এছাড়া আরও জানা গেছে, প্রসাদপুর বাজার ফয়সাল ক্লিনিকে করা দুই সপ্তাহের আগের রিপোর্ট দেখে অপারেশন করেছেন ওই ডাক্তার।
নিহতের প্রতিবেশীরা জানান, এসকল নামে বেনামে গড়ে উঠা ক্লিনিকের ডাক্তার ও মালিক কসাই হয়। কিছু টাকা লাভের আশায় তারা রোগীর আশঙ্কা জেনেও রেফার্ড করেনা। রিপোর্ট যেমনই হোক অপারেশন করে ফেলে। সোহাগীর রিপোর্ট দুই সপ্তাহ আগে করা।নতুন রিপোর্ট না করে অপারেশন করা তাদের ঠিক হয়নি।