

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে এ্যাডঃ চয়ন মন্ডল’র বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৭ ই এপ্রিল সকাল ১১.০০ টায় রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চয়ন মন্ডল বলেন যে, সে পেশায় একজন আইনজীবী এবং রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
গত ০৯/০৪/২০২২ ইং তারিখে
রামপাল মোংলা টাইমস্ নামক একটি ফেসবুক আইডি থেকে তাকে জড়িয়ে একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন স্টাটাস দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন যে, রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের জনৈক চেয়ারম্যান সম্প্রতি ১৩/০৪/২০২২ ইং তারিখ উপজেলা মাসিক আইন শৃংঙ্খলা সভায় আমাকে জড়িয়ে আপত্তিকর বক্তব্য উপস্থাপন করেন।
তিনি আরো বলেন যে, তার রাজনৈতিক ক্যারিয়ারে কলঙ্ক লেপনের জন্য একটি কুচক্রী মহল সুকৌশলে উদ্দেশ্য প্রনোদিত ভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।
তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন যে, তার বিরুদ্ধে আগামীতে এ ধরনের অপপ্রচার চালালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আসাদুর রহমান বাবু, বাইনতলা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাঁন রতন আলী সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।