

মো. ফরহাদ মিয়া, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মুন্সীগঞ্জ সদরের ফ্রেন্ডস কিচেন এন্ড পার্টি সেন্টারের এ আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, জেলা সরকারী ও বেসরকারী কর্মকর্তা, চিকিৎসক,আইনজীবি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ,সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। ইফতারের সময় মোনাজাতে দোয়া গ্রহণ কালে দেশ ও মানুষের মঙ্গল কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভুঁইয়া, উপজেলার শিক্ষা অফিসার নাসিমা খানম, ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসার কাজী শামীম হোসেন, সোনালী ব্যাংকের ম্যানেজার মো. নুরুদ্দিন, উপজেলার ভাইস চেয়ারম্যান সোহেল খান, সহকারী শিক্ষক সমাজ মুন্সীগঞ্জ সদর উপজেলার সভাপতি মো. জাকির হোসেন লিটন, সাধারণ সম্পাদক তানজির মোল্লা, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কাজী বিপ্লব হাসান ও বিভিন্ন উপজেলার শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।