

বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে বালিয়াপাড়া কিশোর গ্যাংয়ের ওপর। আহত যুবকের নাম মোঃ আরিফুর রহমান (১৭)। তিনি ওই গ্রামের মোঃ ছালাম মিয়ার ছেলে। এ ঘটনায় আরিফের পিতা ছালাম মিয়া বাদী হয়ে কিশোর গ্যাংয়ের সাত (৭) সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ১৫/০৪/২০২২ইং শুক্রবার সন্ধ্যায় উপজেলার বরমী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে বাড়ির পাশে রেললাইনে ওই ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন,লাবিব (১৮), মফিজ (১৭), রাফিল (১৮), গৌরাঙ্গ (১৬), শিহাব (১৬), আদনান (১৯), তৌহিদ (১৭) সহ অজ্ঞাত ৫/৬ জন।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাফিল আহত যুবক আরিফুর রহমানকে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নেয়। এর কিছু সময় পর বাড়ির পাশে রাস্তায় আরও কয়েকজন যুবক এসে আরিফুর রহমানকে এলোপাতাড়ি পেটাতে শুরু করে। তাদের উপর্যুপরি আঘাতে যুবকের ডাক চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে কিশোর গ্যাংয়ের সদস্য ও তাঁর লোকদের হাত থেকে আহত যুবককে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত যুবকের চাচা মোর্শেদ বলেন, ভাতিজা আরিফুর পঞ্চাশ হাজার টাকা নিয়ে ঘোলাঘাট বিকাশের দোকানে যাওয়ার পথে বালিয়া পাড়া চুঙ্গি পুল রেললাইন এলাকায় ফাঁকা জায়গা পেয়ে পূর্ব পরিকল্পিত কিশোর গ্যাংয়ের সদস্যরা উৎ পেতে থাকে এবং মারধর করে নগদ পঞ্চাশ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি হাত ঘড়ি নিয়ে যায়। রাফিল সন্ধ্যা সাতটার দিকে এসে আমার ভাতিজাকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে পূর্বের জেরে এ ঘটনা ঘটায়। চোখের নিচে আঘাতের ফলে চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করিলে এলাকায় পাওয়া যায়নি। মোঃ আরিফুর রহমান বলেন, ওরা সবাই মাদকাসক্ত, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁদেরকে ডেকে এনে মাদক বিক্রি না করার জন্য নিষেধ করেছি। তাই আমাকে মারধর করা হয়েছে।
শ্রীপুর থানার তদন্তকারী অফিসার মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।