

টিটু সরকার, গাজীপুরঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ এপ্রিল ২০২২ ইং সোমবার চাঁদনী বহুমুখী সাংস্কৃতিক সংঘের প্রধান উপদেষ্টা আবু সাঈদ কামালের উদ্যোগে রাজেন্দ্রপুর রেল স্টেশনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন রাজেন্দ্রপুর স্টেশন মসজিদের খতিব রুহুল আমীন। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বাবর আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জজ মিয়া শেখ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন খান ও নাছির বাগমার, গাজীপুর জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম শিমুল, শ্রীপুর উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি শাহআলম সরকার, রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার মোস্তাফিজুর রহমান জুয়েল, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মনিরা পারভীন, ৭নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আমীর উদ্দিন ফকির, রাজাবাড়ি ইউনিয়ন জাতীয় যুবসংহতির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশিকুর রহমান শেখসহ এলাকার সর্বস্তরের জনগণ।