

মো. ফরহাদ মিয়া, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের রোভার স্কাউট গ্রুপের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে এ আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন, সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষকবৃন্দ, সাবেক সিনিয়র রোভার স্কাউস গ্রুপের সদস্য, বর্তমান রোভার স্কউটস সদস্য বৃন্দ,সাংবাদিক, পৌরসভার কাউন্সিলর ও কলেজের বিভিন্ন বিভাগের কর্মচারী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। ইফতারের সময় মোনাজাতে দোয়া গ্রহণ কালে দেশ ও মানুষের মঙ্গল কামনা করা হয়।
এতে সভাপতিত্ব করেন- সরকারি হরগঙ্গা কলেজের রোভার দলের আর এস এল মুন্সী সিরাজুল হক। এসময় উপস্থিত ছিলেন- সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার, শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফারুক মিয়াসহ আরোও অনান্য শিক্ষকমন্ডলী।
আরও উপস্থিত ছিলেন- পৌরসভার ২নং ওয়ার্ড প্যানেল মেয়র সোহেল রানা রানু, সাংবাদিক মো. ফরহাদ মিয়া, প্রাক্তন সিনিয়র রোভার মেট মো. জুনায়েদ, রাশেদুল রহমান রুপক, সাইফুল হক, বিশ্বজিৎ দাস, মো. রুবাইয়াতনূর চয়ন প্রমুখ।