

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
পটিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল বলেছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানদের সকল প্রকার হয়রানি,চাঁদাবাজি, ছিনতাই ও যানজট মুক্ত নির্বিঘেœ কেনাকাটা করার জন্য পৌরসভা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের আনসার নিয়োগ করা হয়েছে। পটিয়া পৌরসদরকে যানজট মুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি গতকাল মঙ্গলবার সকালে এই প্রথম পটিয়া পৌরসদরে ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসনের লক্ষ্যে পৌরসভা কর্তৃক আনসারের দায়িত্ব বন্টন কালে প্রধান অতিথি‘র বক্তব্যে এ কথা বলেন।
পৌরসচিব নেজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটিয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক জিল্লুর রহিম, থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন, ব্যাংকার নুরুল ইসলাম, সৈয়দুল হক, সাইফুল ইসলাম,শাওন রাহী প্রমুখ।