

আরিফ প্রধান :
গাজীপুরের শ্রীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের ক্ষনিকা সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলাম।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো: সামসুল আলম প্রদান, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা নাজনিন শামীমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহিতুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম,
তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আ: বাতেন সরকার, কাওরাইদের চেয়ারম্যান এড. আজিজুল হক, বরমীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, গোসিংগার চেয়ারম্যান সাইদুর রহমান শাহীন, রাজাবাড়ির চেয়ারম্যান হাসিনা মমতাজ, প্রহলাদপুরের চেয়ারম্যান নুরুল হক আকন্দ।
প্রশিক্ষনের মূল উপস্থাপনায় ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (এমআইএম) নিতাই দে সরকার।
তিনি জানান, দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকারের সক্ষমতা রয়েছে। সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ নেয়ায বর্তমানে মৃত্যু এবং ক্ষয়ক্ষতির পরিমান কমে এসেছে। যে কোন পরিস্থিতির তথ্য একঘন্টার মদ্যে সংগ্রহ করে তাৎক্ষনিকভাবে পুর্নবাসনের ব্যবস্থা করা হয়। বর্তমানে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা হিসাবে থাকবেন স্থানীয় সংসদ সদস্য।