

মো. ফরহাদ মিয়া,মুন্সীগঞ্জঃ
“মানুষ মানুষের জন্য” প্রচলিত এই কথার ভিত্তিতে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সময়ে-অসময়ের মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে যে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি। এখনও যুদ্ব নয়, মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় অনেক মানুষ। মানুষ জানে শুরু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন।
এমনই একটি প্রচেষ্টা চালিয়েছে মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। তাঁরা দাঁড়িয়ে আছে মানবতার প্রশ্নে। তাঁরা নিজেদের অবস্থান ও সবার সহযোগীতায় সাধ্যমত এগিয়ে আসার চেষ্টা করছে। তাঁরা মনে করেন সবার সহযোগীতায় অসহায় মানুষের পাশে দাঁড়ালে হয়তো আরও উন্নত দেশ হবে। তারা মনে করেন সবার জায়গা থেকে নিজের সাধ্যমত কিছু অসহায় মানুষের পাশে দাড়ালে অসহায় মানুষ আর অসহায় থাকবে না।
বুধবার ( ২০ এপ্রিল) দুপুরের দিকে মুন্সীগঞ্জ পৌরসভার এলাকায় পথচারীদের মাঝে ত্রাণ বিতরণ করেন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণী মুন্নী আক্তার,ফাহিমা আক্তার, মোহনা আক্তার, নওরিন আক্তার, জয়া আক্তার ও রোভার দলের সদস্যদের উদ্যোগে এ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় শিক্ষার্থীরা বলেন- আমার উচিত একে অন্যের পাশে দাঁড়ানো। সেই চেতনা থেকে আমরা দুঃস্থ ও অসহায় মানুষের জরুরী প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহায়তা দেবার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমাদের শিক্ষক ও সহপাঠির সহযোগীতায় কিছু অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দুঃস্থ মানুষকে দিতে ফেরে আমরা আনন্দিত।