

নিজস্ব সংবাদদাতাঃ-
পটিয়া উপজেলা যুবলীগ সাবেক যুগ্ন আহবায়ক ডিএম জমির উদ্দিন, যুবনেতা সাইফুল ইসলাম, ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে পটিয়া আওয়ামীলীগ কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেলে দক্ষিণ জেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল মতিন চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি ছিলেন প্রবীণ আ‘লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, “৭৫ পরবর্তী পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সন্তোষ বড়ুয়া, সাবেক পৌর কাউন্সিলর আবদুল খালেক, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরান, যুবনেতা মোক্তার আহম্মদ আরিফ, সাইফুল ইসলাম, হাসান শরীফ, ইয়ার মোহাম্মদ বাবর, সাইফুদ্দিন ভোলা, মোঃ আনোয়ার, মোঃ মামুন, উজ্জ্বল ঘোষ, সাইফুল ইসলাম জুয়েল, ছৈয়দ নুর, ছোটন আর্চায্য, বাদশা মিয়া, মোঃ রুবেল প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমেদ বলেন, ১৩বছর স্থানীয় সাংসদ সংগঠন পরিপন্থী কাযকালাপ করেছেন এবং অনিয়ম অপকর্ম, খাল দখল, বালুমহল লুটপাট, ভূমিদস্যুতা চালিয়ে যাচ্ছে তার একটি সন্ত্রাসী বাহিনী। তিনি স্থানীয় ত্যাগী আ‘লীগের নেতাকর্মীদের ভয়ভীতি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দমাতে চেষ্টা করছে। এতে ব্যর্থ হওয়ায় সন্ত্রাসীবাহিনী ধারায় গত১৯ এপ্রিল পটিয়া আমজুর হাট এলাকায় গুলি চালিয়ে যুবনেতা জমির উদ্দিন ,সাইফুল ইসলাম ও ইকবালকে হত্যার চেষ্টা করেছে। অভিলম্ভে এ ধরণের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের দ্রæত গ্রেপ্তার দাবি জানান তিনি।