

মোহাম্মদ ইরফানুল ইসলাম
আমিরাত প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতের দেরা দুবাই ল্যান্ডমার্ক হোটেলের কনভেনশন হলে চকরিয়া প্রবাসী ফোরাম বৃহত্তর দুবাই উত্তর ও দক্ষিণ শাখার কার্যনির্বাহী পরিষদ এর ইফতার ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নব গঠিত বৃহত্তর দুবাই দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ভূট্টুর সঞ্চালনায় ও জনাব ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া প্রবাসী ফোরাম এর সাধারণ কাউন্সিলের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি জনাব হুমায়ুন ইসহাক।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব এস এম মিনার চৌধুরী, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দীন, জাহাঙ্গীর আলম, মুহিদুল ইসলাম চৌধুরী মুহিত, অর্থ সম্পাদক হাফেজ মোহাম্মদ উসমান গনি, দপ্তর সম্পাদক মহি উদ্দীন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম. ইকবাল হোসাইন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের ভূট্টু, সহ অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ তৈয়ব, এতে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বৃহত্তর দুবাই উত্তর শাখার সভাপতি ও প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ ঈসা, আরো উপস্থিত ছিলেন বৃহত্তর দুবাই উত্তর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইয়ুম উদ্দীন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির মোহাম্মদ হাসান, মাওলানা আব্দুল গফুর, নুরুল আবছার, বেলাল উদ্দীন, আবু শমা, মোহাম্মদ সেলিম, মোক্তার আহমদ, নজরুল ইসলাম, মাওলানা আবু বকর, পারভেজ মারুফ, ও সদস্যবৃন্দ । উক্ত অনুষ্ঠানে মাওলানা মোহাম্মদ ঈসাকে সভাপতি ও মোহাম্মদ কাইয়ুম উদ্দীনকে সাধারণ সম্পাদক ঘোষনা করে ২৩ সদস্য বিশিষ্ট বৃহত্তর দুবাই উত্তর শাখা ও মোহাম্মদ ইয়াছিন আরাফাতকে সভাপতি ও মাওলানা আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক ঘোষনা করে ২৩ সদস্য বিশিষ্ট বৃহত্তর দুবাই দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তারা চকরিয়া উপজেলার প্রবাসীদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরীর প্রত্যয় নিয়ে শুরু হওয়া চকরিয়া প্রবাসী ফোরাম এর বিভিন্ন সেবামূলক কার্যক্রমের প্রসংশা করে বলেন চকরিয়া উপজেলার প্রবাসীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় বৃহত্তর দুবাই উত্তর ও দক্ষিণ শাখার বানিজ্যিক উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রত্যেক শাখায় এধরনের বানিজ্যিক প্রকল্পের উদ্যোগ গ্রহণ করার জন্য উধার্ত আহ্বান জানান। সাথে সাথে চকরিয়া উপজেলার প্রবাসীদের ও গণমানুষের সার্বিক কল্যাণে আরো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহনে সাধারণ কাউন্সিল ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে বলে আস্বস্থ করেন সাধারণ কাউন্সিল ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব হুমায়ুন ইসহাক বলেন চকরিয়া প্রবাসী ফোরামের সফলতার এ ধারা অব্যাহত রাখতে সকল সদস্যদের ঐক্যবদ্ধ ভুমিকা পালন করুন এবং চকরিয়া প্রবাসী ফোরামের যেকোন প্রকল্প বাস্তবায়নে সবার অংশগ্রহণ মূলক নীতিমালা তৈরীর জন্য সকল পর্যায়ের দায়িত্বশীলদের নির্দেশ প্রদান করেন। এসময় চকরিয়া উপজেলার গরীব দুঃখি জনসাধারণের মাঝে উপহার সামগ্রী বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা প্রদান, স্বাস্থ্য ও কৃষি উন্নয়ন সহ সর্ব সাধারণের কল্যাণে বিগত বছরের চেয়ে এ বছর আরো বৃহৎ আকারে পালনের উদ্যোগ গ্রহন করার আশ্বাস প্রদান করেন উপস্হিত সবাই । সর্বশেষ চকরিয়া উপজেলার সকল প্রবাসীদের জন্য চকরিয়া প্রবাসী ফোরাম এর সদস্য হওয়ার জন্য সব সময় সুযোগ থাকবে বলে জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।