

মানিক মিয়া গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলায় বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গরীব অসহায় ও পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ করেন নেতা কর্মীরা।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বাঘেরবাজার সহ বিভিন্ন এলাকায় এসব ইফতার বিতরণ করা হয়। এসময় প্রায় দুইশত ৫০টি পেকেট পথ শিশুদের মাঝে বিতরণ করা হয়।
পরে কাঁইয়াপাড়া বাজারের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের প্রধান উপদেষ্টা এপেক্স সাঈদ আহসানের নির্দেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান শ্রমিক আঃ মালেক।
এসময় ইফতার বিতরণ অনুষ্ঠানে ওয়ারেন্ট অফিসার অবঃ মফিজ উদ্দিন মিয়া সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ওয়াকিবুল ইসলাম ( দুদু মিয়া), ও চালক বিষয়ক সম্পাদক জুলহাস উদ্দিন সরকার সহ বিভিন্ন নেতা কর্মীরা।
এলাকা বাসি সুত্রে জানাযায় তাদের এই মানবিক কার্যক্রমে সর্বজনিন ভূয়সী প্রশংসা পেয়েছেন।