

স্টাফ রিপোর্টার :
ছাত্রাবস্থা থেকেই সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল মার্কেটিংয়ের আগ্রহ তাকে এই মাধ্যমে পরিচিত মুখ করে তুলেছে।
দেখতে দেখতে ১০ বছরের পথচলা। এখন তিনি বাংলাদেশের সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচিতি লাভ করেছেন। রোমান তালুকদার।
আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত সাইবার ক্রাইম বেড়েই চলতাছে। আমাদের মাদারীপুর জেলার বাংলাদেশ সাইবার সোসাইটি ও নিরাপত্তা বিষয়ক সিকিউরিটি – সাইবার হেল্পলাইন এর প্রতিষ্ঠাতা “রোমান তালুকদার ” এবং এর সিইও সৈয়দ সালমান হোসেন অন্তু ও গ্রুপের এডমিন সদস্যরা বিগত ২০১৪ সাল থিকে ২০২২ (বর্তমান)
সাইবার রিলেটিভ কাজ করে যাচ্ছে, আমাদের মাদারীপুর এর সাইবার সর্তকতা এর জন্য ” মাদারীপুর সাইবার আর্মি” নামে প্রতিষ্ঠান ও আছে।
তাদের সাফল্য অতুলনীয়, তাদের সহয়তাতে বাংলাদেশের অনেক ফেসবুক , ইন্টারনেট ইউজার রা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে ও তাদের সচেতন করে থাকে।
তাদের ভবিষ্যৎ এর সাফল্য ও কামনা করি তারা যেনো আরো ভালো ভালো কাজ করতে পারে।